সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় ভাবির বিরুদ্ধে দেবরের লিঙ্গ কর্তন করে দেয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে ওই পৌর এলাকার চালা মধ্যপাড়া মহল্লায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই মহল্লার হেলাল উদ্দিন নামের (১৮) এক যুবকের লিঙ্গ বেøড দিয়ে কর্তন করেছে তার ভাবি এবং এ ঘটনার পর ভাবি বাবার বাড়ি চলে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দেবরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কি কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও প্রকাশ পায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, এ ঘটনা পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে। এ বিষয়ে বেলকুচি থানার ওসি আনিছুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, ওই মহল্লায় এমন ঘটনা শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।